দহগ্রামে আবার কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

বিজিবি সদস্যরা সীমান্তে যাওয়ার পর বিজিবি সদস্যরা সেখান থেকে চলে যায়। ছবি: সংগৃহীত

আবারও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তের জিরো লাইনে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সেখানে গিয়ে বাধা দিলে কাজ বন্ধ করে ফিরে যায় বিএসএফ। 

আজ সোমবার সকালে লালমনিহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের জিরোলাইনে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দহগ্রাম সীমান্তের পানবাড়ী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আইয়ুব আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে দহগ্রামের সরদার পাড়া এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের ৪২ নম্বর পিলারের সাব পিলার ৪৮ এর কাছে জিরোলাইনে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ কাজ শুরু করে বিএসএফ। 

ভারতের পশ্চিমঙ্গের ৬ বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা এই বেড়া নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট। স্থানীয়রা বিষয়টি দেখে বিজিবিকে খবর দেয়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে কাঁটাতারের বেড়া নির্মাণ না করে চলে যায় বিএসএফ সদস্যরা।

বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আইয়ুব আলী বলেন, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ক্যাম্প থেকে অতিরিক্ত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়। বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ না করে ফিরে গেছে। বিজিবি সদস্যদের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে ওই সীমান্তে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'

 

Comments

The Daily Star  | English

Who owns Dhaka’s streets?

Discussions around street vendors usually begin with accusations of “encroachment.” But these lives and livelihoods need to be understood within the wider story of the informal economy and the way our cities are planned.

11h ago