ঈদের আগে ৪ দিন, পরে ৩ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

স্টার ফাইল ছবি

ঈদে ঘরমুখি মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে যান চলাচলের বিষয়ে বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এর মধ্যে রয়েছে ঈদের আগে চারদিন ও পরে তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা।

আজ রোববার ডিএমপি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত চারদিন এবং ঈদ পরবর্তী তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে; আব্দুল্লাহপুর থেকে ধউর/আশুলিয়া সড়ক একমুখী থাকবে এবং বিআরটি লেন দিয়ে শুধু ঢাকা থেকে বহির্মুখী যান চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে এক কোটির বেশি মানুষ ঢাকা মহানগর ত্যাগ করেন এবং ৩০ লক্ষাধিক মানুষ ঢাকায় আসেন। এই যাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে ডিএমপি এসব উদ্যোগ নিয়েছে।

এর আলোকে আগামী মঙ্গলবার থেকে নিম্নোক্ত সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে—

১. ঢাকা-আশুলিয়া মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর সেতু পর্যন্ত সড়কটি শুধুমাত্র ঢাকা থেকে বের হওয়ার জন্য (একমুখী) ব্যবহার করা যাবে। আশুলিয়া ধউর-কামারপাড়া-আব্দুল্লাহপুর হয়ে ঢাকায় প্রবেশ করতে যানবাহনগুলোকে আশুলিয়া-ধউর-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক ব্যবহার করতে হবে।

২. ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের এয়ারপোর্ট টু গাজীপুর আসা ও যাওয়ার লেন দুটি শুধুমাত্র ঢাকা থেকে বের হওয়ার জন্য (একমুখী ডাইভারসন) ব্যবহার করা যাবে। বিআরটি লেন ব্যবহার করে ঢাকায় প্রবেশ করা যাবে না। মহাসড়কের অন্যান্য লেন স্বাভাবিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

৩. মঙ্গলবার থেকে ঈদযাত্রা সংশ্লিষ্ট যানবাহন চলাচলের সুবিধার্থে কয়েকটি সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। সড়কগুলো হলো—

ক. ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক—এয়ারপোর্ট থেকে আব্দুল্লাপুর

খ. ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক—যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড

গ. পূর্বাচল এক্সপ্রেসওয়ে

ঘ. ঢাকা-আরিচা মহাসড়ক—মিরপুর রোডের শ্যামলী থেকে গাবতলি

ঙ. ঢাকা-কেরানীগঞ্জ সড়ক—ফুলবাড়িয়া থেকে তাঁতিবাজার-বাবুবাজার ব্রিজ

চ. ঢাকা-মাওয়া মহাসড়ক—যাত্রাবাড়ী থেকে বুড়িগঙ্গা ব্রিজ

ছ. মোহাম্মদপুর বসিলা ক্রসিং থেকে বসিলা ব্রিজ সড়ক

জ. আব্দুল্লাপুর থেকে ধউর ব্রিজ সড়ক

Comments

The Daily Star  | English
Largest Islamic bank in the making

Largest Islamic bank in the making

The five banks slated for consolidation are First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, Social Islami Bank and Exim Bank.

10h ago