ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

স্টার ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রথম দিনে আগামী ৪ জুনের টিকিট বিক্রি করা হচ্ছে।

অন্যান্যবারের মতো এবারও ট্রেনের শতভাগ অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগাম টিকিট কোনো স্টেশনের কাউন্টারে বিক্রি করা হবে না।

আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

ঈদ উপলক্ষে নিয়মিত ট্রেনগুলোর পাশাপাশি পাঁচটি রুটে ১০টি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এই বিশেষ ট্রেনগুলো ঈদের আগে ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলাচল করবে। ঈদের দিনও কয়েকটি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে। তবে, বিশেষ ট্রেনের টিকিট শুধুমাত্র স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে।

এই ঈদে দৈনিক ৪৩টি আন্তনগর ট্রেন চলাচল করবে। এতে আসন থাকবে প্রায় ৩৩ হাজার ৩১৫টি। এছাড়াও, প্রতিটি ট্রেনে মোট আসনের ২৫ শতাংশ টিকিট দাঁড়িয়ে যাওয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে। এই টিকিট শুধুমাত্র স্টেশনের কাউন্টারে বিক্রি করা হবে।

বাংলাদেশ রেলওয়ে জানায়, আগামী ৫ ও ৬ জুনের টিকিট যথাক্রমে ২৬ ও ২৭ মে বিক্রি করা হবে। একইভাবে ঈদের পরে আগাম টিকিট পাওয়া যাবে যাত্রার তারিখের দশ দিন আগে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অগ্রিম কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।

সরকার আগামী ৬ মে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫ জুন থেকে টানা ১০ দিনের ঈদের ছুটি অনুমোদন করেছে। এর আগে, কর্মীদের কর্মঘণ্টা সমন্বয়ের জন্য দুই শনিবার অফিস খোলা রাখা হয়।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

6h ago