ঈদযাত্রা: ট্রেনে ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে

স্টার ফাইল ছবি

গ্রামের বাড়িতে ঈদুল ফিতর উদযাপনে মানুষ আজ সোমবার থেকে ট্রেনে ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে।

পরিবার সঙ্গে নিয়ে গ্রামে ফিরছেন মানুষ। ছবি: প্রবীর দাশ/স্টার

আজ কড়া নিরাপত্তা ও টিকিট চেকের মাধ্যমে অধিকাংশ ট্রেন সময়মতো কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।

সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো যাত্রীতে মুখর ছিল। ছবি: প্রবীর দাশ/স্টার

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮টি আন্তঃনগর ট্রেন স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে দুটি ট্রেন দেরিতে ছেড়েছে।

আজ অনেকেই ট্রেনে ঢাকা ছেড়েছেন। ছবি: প্রবীর দাশ/স্টার

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন দুপুর একটায় দ্য ডেইলি স্টারকে বলেন, বুড়িমারী এক্সপ্রেস দেড় ঘণ্টা দেরিতে এবং এগারসিন্দু এক্সপ্রেস এক ঘণ্টা দেরিতে স্টেশন ছেড়ে গেছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

10h ago