জয়দেবপুরে ট্রেনের ছাদেও যাত্রী, চলছে নির্ধারিত সময়েই

জয়দেবপুরে ট্রেন এসে থামতেই ছাদে ওঠার চেষ্টা করছেন যাত্রীরা। ছবি: স্টার

গাজীপুরের জয়দেবপুরে রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছেন যাত্রীরা। তবে ট্রেনের শিডিউল বিপর্যয় হবে না বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।

দেখা গেছে, একেকটা ট্রেন আসার পর যাত্রীরা হুড়োহুড়ি করে ওঠার চেষ্টা করছেন। ভেতরে জায়গা না থাকায় অনেকেই উঠে পড়ছেন ছাদে। শতশত যাত্রীকে স্টেশনে অপেক্ষায় থাকতে দেখা যায়। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন নারী ও শিশুরা।

প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় থাকা আবুল কালাম বলেন, ট্রেনের বগিতে জায়গা নেই। পরিবার নিয়ে ছাদে যেতে হবে। টিকেট কাটতে ঝক্কি পোহাতে হলেও ট্রেন দেরি করছে না।

ট্রেনের ছাদও ফাঁকা নেই। ছবি: স্টার

আজ শনিবার সকাল ১১টায় জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, নির্ধারিত সময়েই ঢাকা থেকে ছেড়ে আসছে সব ট্রেন। যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে না। ঈদের বিশেষ ট্রেন পার্বতীপুর এক্সপ্রেস গতকাল সন্ধ্যা ৭টায় ছেড়ে যায়। এই ট্রেনটি আজকেও নির্ধারিত সময়ে ছাড়বে। রেল স্টেশনের সার্বিক পরিস্থিতিতে স্বাভাবিক রয়েছে।

জয়দেবপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় শত শত যাত্রী। ছবি: স্টার

তিনি আরও বলেন, অন্যান্য বছরগুলোর তুলনায় আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে জিআরপি ঠিকমতো কাজ করছে। গত ২৪ মার্চ থেকে এখন পর্যন্ত সবগুলো ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করছে। জয়দেবপুর স্টেশনের নিরাপত্তা বাহিনীর ১৭ জন সদস্য, জিআরপির ১০ জন, এপিবিএনের ১৯ জন ও আনসার ৩০ জন মোতায়েন রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে প্রধান প্রকৌশলী (পূর্ব) মোহাম্মদ আবু জাফর মিয়া বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে জয়দেবপুর জংশনে চলে এসেছি। এখনো পর্যন্ত সব ট্রেন শিডিউল অনুযায়ী ছাড়ছে।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

5h ago