ঈদে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে সেনাপ্রধান ঈদুল ফিতরে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর গৃহীত ব্যবস্থা নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

এছাড়া, দেশের বিভিন্ন লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন ও বাসস্ট্যান্ডগুলোতে নিরাপদ সেবা নিশ্চিত করতে সব সড়কে নিরবিচ্ছিন্ন যান চলাচল, শিল্প মালিকদের সঙ্গে শ্রমিকদের বোঝাপড়া এবং সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন সেনাপ্রধান। 

সাক্ষাতে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে দেশের সব সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিল এবং আহত ও শহীদ যোদ্ধাদের পরিবারকে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহযোগিতার বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সেনাবাহিনীর ভূমিকা ও পেশাদারত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 

তিনি আশা করেন যে, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

সবশেষে প্রধান উপদেষ্টাকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

Comments

The Daily Star  | English

Stop destroying nature, plant trees instead of cutting: Yunus

Protecting the environment should be a citizen-led movement, he says

1h ago