২ দফা দাবিতে শহীদ মিনারে ‘বিডিআর কল্যাণ পরিষদের’ অবস্থান

কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বিডিআর কল্যাণ পরিষদের’ অবস্থান। ছবি: পলাশ খান/স্টার

দুই দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে 'বিডিআর কল্যাণ পরিষদ'।

আজ রোববার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে তারা।

ছবি: পলাশ খান/স্টার

পরিষদ বলছে, তারা ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে সাবেক বিডিআরের (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবি) ক্ষতিগ্রস্ত সদস্যদের প্রতিনিধিত্ব করে। 

পরিষদের দুই দফা দাবি হলো, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব সুযোগ–সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করা এবং জামিন পাওয়ার পরও মুক্তি না পাওয়া বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া।

ছবি: পলাশ খান/স্টার

গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে পরিষদ।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

8h ago