তামাশা দেখার জন্য সরকার অস্ত্র দেয়নি: বিএনপি নেতা সিরাজুল হক

সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজুল হক। ছবি: স্টার

প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দলীয় নেতাকর্মীদের হুমকি দেওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজুল হক বলেছেন, 'সরকার আমাকে অস্ত্র দিয়েছে নিরাপত্তার জন্য। তামাশা দেখার জন্য নয়। ঘরে মুছে রাখার জন্যও নয়।'

আজ সোমবার দুপুরে জামালপুর শহরের একটি রেস্তোঁরায় সংবাদ সম্মেলন করে এ কথা বলেন বিএনপির এই নেতা।

গত বৃহস্পতিবার দুপুরে সিরাজুল হক একদল অনুসারী নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। এক পর্যায়ে তিনি আগ্নেয়াস্ত্র দেখান এবং দলীয় নেতাকর্মীদের হুমকি দেন। এতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের ভেতর তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

আজকের সংবাদ সম্মেলনে এই বীর মুক্তিযোদ্ধা দাবি করেন, তার বড় ছেলে বাবুর নামে থাকা স্টেশন রোডের সফি মিয়া বাজার মোড় এলাকার একটি ঘর দীর্ঘ ২৮ বছর ধরে জেলা বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ৩ এপ্রিল রাতে সেখানে বাবু কিছু বিষয়ে কথা বলতে যান। তখন সেখানে থাকা ব্যক্তিরা বাবুর প্রতি মারমুখী হয়ে ওঠেন।

সাবেক এই স্বাস্থ্য উপমন্ত্রী বলেন, 'আমি খবর পেয়ে ছেলেকে বাঁচাতে লাইসেন্স করা পিস্তল নিয়ে সেখানে যাই।' অস্ত্র প্রদর্শনের কারণ সম্পর্কে তিনি বলেন, 'আমাকেও মারধর করা হতে পারে—এই আশঙ্কায় আমি অস্ত্র প্রদর্শন করি।'

১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসন থেকে নির্বাচিত সাবেক এই সংসদ সদস্যের ভাষ্য, ছেলেকে উদ্ধারের জন্যই তিনি এমনটি করেছিলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন মল্লিক ভোলা এবং জেলা বিএনপির সদস্য শামীম আহমেদ।

 

Comments

The Daily Star  | English

Election in first half of April 2026

In his address to the nation, CA says EC will later provide detailed roadmap

1h ago