বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি আর কেউ চায় না: জয়শঙ্কর

এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি আর কোনো দেশ চায় না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

তিনি বলেন, 'এটা আমাদের ডিএনএতে আছে। শুভাকাঙ্ক্ষী হিসেবে, বন্ধু হিসেবে, আমি মনে করি আমরা আশা করি তারা সঠিক পথে চলবে এবং সঠিক কাজটি করবে।'

নয়াদিল্লিতে রাইজিং ভারত শীর্ষ সম্মেলনে গতকাল বুধবার নিউজ১৮ টিভি চ্যানেল আয়োজিত একটি ইন্টারেক্টিভ অধিবেশনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর আরও বলেন, 'গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। এর মাধ্যমেই ম্যান্ডেট দেওয়া হয় এবং ম্যান্ডেট পুনরায় নবায়ন করা হয়। তাই, আমরা আশা করি তারা (বাংলাদেশ) সে পথেই যাবে।'

তিনি আরও বলেন, 'ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটা অনন্য। এটি আসলে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক।'

জয়শঙ্কর জানান, গত সপ্তাহে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকে নয়াদিল্লি বাংলাদেশে 'উগ্রপন্থার চর্চা' নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, 'বাংলাদেশের মানুষের বক্তব্য নিয়ে আমাদের উদ্বেগ আছে। সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে আমাদের উদ্বেগ আছে। আমি মনে করি আমরা এই উদ্বেগগুলো নিয়ে অকপটে কথা বলেছি।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

10h ago