বদলে যাচ্ছে পুলিশের লোগো, বাদ পড়ছে নৌকা যুক্ত হচ্ছে শাপলা

পুলিশের নতুন লোগো

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন হতে যাচ্ছে। নতুন লোগোতে পালতোলা নৌকার পরিবর্তে শাপলা আনা হচ্ছে।

নতুন লোগোতে থাকছে দুই পাশে ধান ও গমের শীষ, উপরে তিনটি পাট পাতা এবং মাঝে পানিতে ভাসমান শাপলা, আর নীচে বাংলায় 'পুলিশ' লেখা।

গতকাল বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (লজিস্টিকস) নাসিমা আক্তারের সই করা এক আদেশে নতুন লোগো পরিবর্তনের কথা জানানো হয়েছে।

পুলিশের বিভিন্ন জেলা ও ইউনিটে ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্ম এবং অন্যান্য জিনিসপত্রে নতুন লোগো ব্যবহার করার নির্দেশ দিয়েছে সদরদপ্তর।

আদেশে বলা হয়, নতুন লোগোটি ইতোমধ্যে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে এবং গেজেটের অপেক্ষায় আছে।

এর আগে, ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের মনোগ্রাম পরিবর্তন করা হয়। পরে ২০০৯ সালে লোগোতে পালতোলা নৌকা যোগ করা হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের দাবি ওঠে।

১১ আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এসব পরিবর্তনের জন্য পরদিন পুলিশ সদরদপ্তর অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) মোহাম্মদ আতাউল কিবরিয়ার নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করে।

Comments

The Daily Star  | English

Secretariat employees protest against 'stricter' govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

34m ago