পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

আজ বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তান হাইকমিশন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বার্তা দিয়েছে বলে জানিয়েছে হাইকমিশন।

এতে বলা হয়, 'অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আগামী ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না।'

'পারস্পরিক আলোচনার ভিত্তিতে সফরের নতুন তারিখ পরে চূড়ান্ত করা হবে,' বলা হয় এতে।

গত মঙ্গলবার ভারতের কাশ্মীরে বন্দুকধারীর হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনার পর এ সিদ্ধান্তের কথা জানালো পাকিস্তান।

আগামী রোববার দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে আসার কথা ছিল ইসহাক দারের।

হামলার ঘটনার পর গতকাল পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ আরও বেশ কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত।

এদিকে, ভারতীয় উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

7m ago