গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা

চৌরাস্তা এলাকায় সন্ধ্যায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (এনসিপি) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।

গাজীপুর মহানগরীর গাছা থানার পরিদর্শক দ্য ডেইলি স্টারকে হামলার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমি শুনতে পেরেছি বাসন থানা এলাকায় এ ঘটনা ঘটেছে।'

জানতে চাইলে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান ডেইলি স্টারকে বলেন, 'তিন-চারটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত হাসনাতের গাড়ির গতিরোধ করে ইট-পাটকেল দিয়ে হামলা করে। পরে তিনি ঢাকা চলে যান।'

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাসনাত আব্দুল্লাহ একটা প্রোগ্রাম থেকে ঢাকা ফেরার পথে মোটরসাইকেলে কয়েকজন এসে তার ওপর হামলা করে। এতে তিনি হাতে আঘাত পান।'

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এনসিপির আরেক কেন্দ্রীয় নেতা সারজিস আলম লিখেছেন, 'হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে।'

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) এ এম নাসির উদ্দিন গণমাধ্যমকে জানান, গাজীপুরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে সন্ধ্যায় ঢাকার দিকে ফেরার পথে চান্দনা চৌরাস্তার উল্কা সিনেমা হল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে তাকে নামানোর চেষ্টা করে।

তিনি আরও জানান, হাসনাতের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। তবে দ্রুততম সময়ের মধ্যে তিনি বোর্ডবাজার এলাকার আইইউটির সামনে পৌঁছে যান। পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে ঢাকার দিকে পৌঁছে দেয়।

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ৮টায় গাজীপুর চৌরাস্তায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে গাজীপুর মহানগর ছাত্রশিবির।

রাত ৯টায় বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি গাজীপুর জেলা ও মহানগর শাখা।

 

Comments

The Daily Star  | English

No clause left in constitution that prevents holding a referendum: Salahuddin

Parties close to consensus on July Charter implementation, BNP leader says

37m ago