হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ৫৪

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, রোববার সন্ধ্যায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার পরপরই দোষীদের শনাক্ত ও আটকে পুলিশের একাধিক দল অভিযানে নামে। রাতভর গাজীপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে।

গতকাল সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। ঘটনার ব্যাপারে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান ডেইলি স্টারকে জানান, তিন-চারটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত হাসনাতের গাড়ির গতিরোধ করে ইট-পাটকেল দিয়ে হামলা চালায়।

এই ঘটনায় হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাত পান। তার গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়।

 

Comments

The Daily Star  | English

Nepal Home Minister Ramesh Lekhak resigns amid protests

Resignation follows deaths of 19 people during Gen Z protests

19m ago