গাজীপুর

১৪ মাসের বকেয়া বেতন দাবিতে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

গাজীপুরের দুটি পোশাক কারখানা—স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ানস বিডির শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবি গত ১৪ মাসের বেতন বকেয়া তাদের।

আজ রোববার সকাল ৮টা থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা।

গাজীপুর শিল্প পুলিশের এএসপি ওয়াহিদুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, বকেয়া বেতনের দাবিতে দুই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

ঘটনাস্থল থেকে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলা অর্থ সম্পাদক মাহফুজ মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, দুই কারখানায় ১৮০০ শ্রমিক কাজ করে। শ্রমিকদের ১৪ মাসের বকেয়া রয়েছে।  গত ঈদে কিছু শ্রমিককে ২০ হাজার টাকা করে পরিশোধ করা হয়েছিল। তখন বলেছিল, মে মাসের ৭ তারিখ বকেয়া পরিশোধ করা কবে। শ্রমিকেরা ৩ দিন অপেক্ষা করে আজকে সকালে কারখানার সামনে যায়। এ সময় মালিক পক্ষের লোকজন শ্রমিকদের উপর হামলা করে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, কারখানার মালিক দীর্ঘদিন যাবত পাওনা না দিয়ে নানাভাবে ক্ষমতা খাটিয়ে শ্রমিকদের নামে মিথ্যা মামলা দিয়েছেন।

বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাধারণ সম্পাদক কাজী রুহুল আমীন দ্য ডেইলি স্টারকে জানান, শ্রমিকদের বাঁচিয়ে রেখে শিল্পে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে দ্রুত স্টাইল ক্রাফটসহ সব শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান তিনি।

স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ানস বিডি মালিকপক্ষের কাউকে কারখানায় পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলেও কল ধরেনি।

Comments

The Daily Star  | English

Protesting NBR officials observe work abstention

Tax officials nationwide abstained, demanding NBR autonomy and specific reforms

36m ago