নন-ক্যাডার উপসচিবের আরও ৬ পদ সৃষ্টি

সচিবালয়
বাংলাদেশ সচিবালয়। ফাইল ফটো

সচিবালয়ে নন-ক্যাডার অফিসারদের জন্য উপসচিবের ৬টি পদ সৃষ্টির অনুমোদন দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এর মাধ্যমে উপসচিব পদে নন-ক্যাডার কর্মকর্তার পদের সংখ্যা দাঁড়ালো ১৫টি। 

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-৩ শাখার জারি করা এক আদেশে এ তথ্য জানা গেছে।

আগে নন-ক্যাডার উপসচিবের পদ ছিল ৯টি। 

যদিও নন-ক্যাডার কর্মকর্তারা বলছেন, বিদ্যমান উপসচিব কর্মকর্তাদের সংখ্যা অনুযায়ী নন-ক্যাডারদের জন্য মোট ৫৯টি উপসচিব পদ প্রাপ্য। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নন-ক্যাডার অফিসাররা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের এই দাবি জানালেও তা পূরণ হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা তাদের দাবি পূরণে প্রাথমিক পদক্ষেপ নিয়ে ৬টি পদ সৃষ্টি করায় তারা খুশি।

তবে, পর্যায়ক্রমে তারা তাদের প্রাপ্য সব পদ চান। 

আন্তঃমন্ত্রণালয় কর্মচারি অ্যাসোসিয়েশনের সমন্বয়ক নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বর্তমানে উপসচিবের নিয়মিত পদসংখ্যা ১ হাজার ৭৫০টি। সে অনুযায়ী ১০ শতাংশ হারে সংরক্ষিত ১৭৫টি পদের এক-তৃতীয়াংশ হারে ৫৯টি উপসচিব (ক্যাডার বহির্ভূত) পদ আমাদের প্রাপ্য।'

'অবিলম্বে এই পদগুলো আমাদের জন্য সংরক্ষণ করতে হবে। সেই সঙ্গে বিলুপ্তকৃত সচিবালয় ক্যাডার পুনরুজ্জীবিত করার দাবি জানাই,' বলেন তিনি।  

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

3h ago