মন্ত্রিপরিষদ সচিবকে কর্মচারীদের দাবি জানানো হবে বুধবার, আন্দোলন এক দিনের জন্য স্থগিত

'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' বাতিলের দাবিতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে পাঁচজন সচিবের সঙ্গে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীদের বৈঠক শেষ হয়েছে।
বৈঠক শেষে ভূমিসচিব জানান, কর্মচারীদের দাবি আগামীকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন দায়িত্বপ্রাপ্ত সচিবেরা। এমন পরিস্থিতিতে আন্দোলন কর্মসূচি আগামীকাল এক দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন কর্মচারীরা।
এর আগে, আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক হয়।
সেসময় সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা দ্য ডেইলি স্টারকে জানান, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ প্রত্যাহার ছাড়া তারা আন্দোলন স্থগিত করবেন না।
এই অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আজও সচিবালয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।
Comments