ঢাকা দক্ষিণ সিটির সব নাগরিক সেবা বন্ধ

নগর ভবন। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভ ও কর্মচারীদের কর্মবিরতির কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ধরনের নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে।

আজ বুধবার ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গত কয়েকদিন ধরে নগর ভবনের ভেতরে সব নাগরিক সেবা স্থগিত আছে। আজ ডিএসসিসির আঞ্চলিক অফিসগুলোও বন্ধ। সেই কারণে আমরা দক্ষিণ সিটির বাসিন্দাদের কোনো নাগরিক সেবা দিতে পারছি না।'

ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। বিক্ষোভের কারণে নগর ভবন তালাবদ্ধ। তাই সব পরিষেবা বন্ধ। এছাড়াও, ডিএসসিসির আটটি আঞ্চলিক অফিসও বন্ধ।

ডিএসসিসির কর্মচারী ইউনিয়নগুলির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, 'আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।'

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

6h ago