‘ঈদে ফিটনেসহীন গাড়ি চলতে দেওয়া হবে না, দূরপাল্লার যাত্রীদের ছবি নেওয়া হবে’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: ইউএনবি থেকে নেওয়া

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদযাত্রায় ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না। 

স্বরাষ্ট্র উপদেষ্টা আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে পরিবহণ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে এ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, আইজিপি বাহারুল আলম, পরিবহন সেক্টরের মালিক-শ্রমিক পরিষদের সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। 

ঈদযাত্রায় ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, অনেক সময় দেখা যায় ফিটনেসবিহীন গাড়িগুলো মালিকপক্ষ রং করে রাস্তায় নামান। ফিটনেসবিহীন কোনো গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেওয়া হবে না।  

তিনি আরও বলেন, ডাকাতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদযাত্রায় ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পরিবহণে যাত্রী উঠানোর ক্ষেত্রে প্রতিটি স্টপেজ থেকেই সকল যাত্রীদের ছবি তুলতে হবে। অনেক সময় যাত্রীর ছদ্মবেশে অনেক ডাকাত বাসে উঠে পড়ে। এ সমস্যা এড়াতে দূরপাল্লার সকল পরিবহণে যাত্রীদের ছবি নেওয়া হবে। বাসের প্রথম স্টপেজ থেকে শেষ স্টপেজ পর্যন্ত যারা উঠবে সকলের ছবি নিতে হবে।

উপদেষ্টা বলেন, প্রতিটি বাসে তিনজন করে স্টাফ থাকে। যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনা থাকে তাহলে তারা সঙ্গে সঙ্গেই মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করবে। 

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঈদের মৌসুমে অনেক সময় অনেক অদক্ষ ড্রাইভার দিয়েও বাস চালানো হয়, যার ফলে অনেক দুর্ঘটনা ঘটে। 

তিনি বলেন, আমরা বাস মালিকপক্ষকে অনুরোধ করেছি কোনো অদক্ষ ড্রাইভার কোনোভাবেই যেন বাস চালাতে না পারে।  

গত ঈদে সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পেরেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এবারের ঈদ যাত্রাও নির্বিঘ্ন ও নিরাপদ হবে বলে আমরা আশা করছি। 

তিনি বলেন, গত ঈদযাত্রার সময় সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হয়েছে। কিন্তু ফেরার পথে অল্প কিছু জায়গায় এর ব্যত্যয় ঘটেছে। 

উপদেষ্টা বলেন, এবার যেন আসা-যাওয়ার পথে সরকার নির্ধারিত ভাড়ার হার সঠিকভাবে অনুসরণ করা হয়। সেজন্য এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং মালিকপক্ষ আমাদের আশ্বাস দিয়েছে যে, তারা সরকার নির্ধারিত ভাড়া থেকে বেশি ভাড়া আদায় করবে না।  

Comments

The Daily Star  | English

Officials for polls duty: BNP to oppose hiring from select entities

Party will ask EC not to pick people from certain organisations known to be close to a right-wing party

9h ago