জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত

ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। ছবি: প্রবীর দাশ/ স্টার

আজ পবিত্র ঈদুল আজহা। সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব।

সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাজারো মুসল্লির সঙ্গে নামাজে অংশ নেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক নামাজে ইমামতি করেন।

অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের মুসল্লিরা নামাজ আদায় করেন।

নামাজের পর মুফতি মোহাম্মদ আবদুল মালেক ঈদের খুতবায় দেশ এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া করেন। খুতবা এবং মোনাজাতের পর, প্রধান উপদেষ্টা ড. ইউনূস দেশ ও জনগণের মঙ্গলের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

ছবি: প্রবীর দাশ/ স্টার

ভোর থেকেই প্রধান জামাতে অংশ নিদে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে মুসল্লিরা আসতে শুরু করেন। নামাজ শুরু হওয়ার আগেই ঈদগাহ প্রাঙ্গণ পূর্ণ হয়ে যায়।

বায়তুল মোকাররম মসজিদে সকাল ৭টা থেকে ঈদের জামাত শুরু হয়। ছবি: প্রবীর দাশ/ স্টার

এদিকে সকাল ৭টা থেকে ঈদের জামাত শুরু হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সকাল ৮টায় হয় দ্বিতীয় জামাত। বায়তুল মোকাররম মসজিদে আজ পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঈদুল আজহা, বায়তুল মোকাররম
ছবি: প্রবীর দাশ

তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে পর্যায়ক্রমে সকাল ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago