মানিকগঞ্জে যমুনায় বিলীন তিনতলা স্কুল ভবন

ছবি: সংগৃহীত

গত কয়েকদিনের যমুনা নদীর অব্যাহত ভাঙনের মুখে নদী গর্ভে বিলীন হয়ে গেছে দৌলতপুর উপজেলার ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন।

গতকাল শনিবার দুপুরে স্কুলভবনটি নদীতে বিলীন হয়ে যায়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম আজ এ তথ্য নিশ্চিত করেন।

বাচামাড়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য ওয়াজেদ আলী সরকার বলেন, গত কয়েক দিন ধরেই যমুনার ভাঙনে বিদ্যালয় ভবনটি ঝুঁকির মুখে ছিল। প্রথমে একটি অংশ ভেঙে পড়ে, পরে শনিবার দুপুরে পুরো ভবন নদীতে তলিয়ে যায়। ভবনের ভেতরে থাকা চেয়ার, টেবিলসহ কিছু আসবাবপত্র বাইরে বের করা গেলেও অন্য কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন, 'ভাঙনের খবর পাওয়ার পর শুক্রবার এলজিইডির এক প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু শনিবার জানতে পারি, পুরো ভবনটি নদীতে বিলীন হয়ে গেছে।'

Comments

The Daily Star  | English

Economy to face challenges in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

2h ago