কুষ্টিয়ায় ভবনের গ্যারেজে পাওয়া প্রাডো সাবেক এমপি আনারের, ধারণা পুলিশের

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের গ্যারেজ থেকে ‌একটি ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি পাওয়া গেছে। পুলিশের ধারণা, কোটি টাকা দামের গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিহত আনোয়ারুল আজীম আনারের।

গতকাল সোমবার রাত ১২টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের আটতলা সাফিনা টাওয়ারের পার্কিং স্পেসে পাওয়া যায়।

গাড়ির ভেতর থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য (এমপি) ও সিআইপি স্টিকার পেয়েছে।

গত বছর কলকাতার একটি ফ্ল্যাটে হত্যাকাণ্ডের শিকার হন আনোয়ারুল আজীম আনার।

স্থানীয়রা জানান, তারা গাড়িটির বিষয়ে পুলিশকে জানালে রাতেই ঘটনাস্থলে আসে আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গাড়িটি কয়েক মাস ধরে ওই ভবনের গ্যারেজে রাখা ছিল।

বাসার কেয়ারটেকার আলমগীর হোসেন বলেন, জেনুইন লিফ নামে একটি সিগারেট কোম্পানি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় বাসা ভাড়া নিয়েছে। তারাই গাড়িটা রাখার ব্যবস্থা করেছেন। এর বেশি আমরা জানি না।'

খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির রেজিস্ট্রেশন ও মালিকানাপত্রে আনোয়ারুল আজীম আনারের নাম উল্লেখ রয়েছে। সাফিনা টাওয়ারের ফ্ল্যাট মালিক ও ভাড়াটিয়ার চুক্তিপত্র অনুযায়ী মেহেরপুরের মো. মুস্তাফিজুর রহমান ভবনের তিনটি ইউনিট ও তিনটি গাড়ির পার্কিং স্পেস ভাড়া নেন। গাড়িটি বর্তমানে তার পার্কিং স্পেসে রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের। তবে গাড়িটির মালিকানার বিষয়ে আরও নিশ্চিত হওয়ার জন্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সাথে কারা কীভাবে গাড়িটি এখানে নিয়ে এসে রেখেছে সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago