শাহজালালে ১৫৪ যাত্রী নিয়ে সিঙ্গাপুরগামী ফ্লাইটের জরুরি অবতরণ

বাংলাদেশ বিমানের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর জরুরি অবতরণ করেছে।

আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানায়, বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট বিজি ৫৮৪ (বিমান মডেল: বোয়িং ৭৩৭-৮০০) ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় ৮টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই প্রায় দুই হাজার ৫০০ ফুট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে ফ্লাইটটি ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বেএ ১৪ নম্বরে পার্ক করা হয়। ফ্লাইটটিতে মোট ১৫৪ জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ এবং সুস্থ রয়েছেন। অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা রানওয়ে পুনরায় পরিদর্শন করা হয়, তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি।

কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান তারা।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago