বুয়েটের নকশায় তৈরি রিকশা চলবে পল্টন, ধানমন্ডি ও উত্তরায়

ছবি: স্টার

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে পরীক্ষামূলকভাবে পল্টন, ধানমন্ডি ও উত্তরা এলাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নকশায় তৈরি ব্যাটারিচালিত রিকশা চলাচল শুরু হতে যাচ্ছে।

আজ শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ডিএনসিসির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন রিকশার চালকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আসিফ মাহমুদ বলেন, 'বর্তমানে অনিয়ন্ত্রিতভাবে যেমন রিকশা চলে, তেমনটি থাকবে না। প্রতিটি এলাকার জন্য নির্দিষ্ট সংখ্যক রিকশা নির্ধারণ করে দেওয়া হবে। আমরা নিশ্চিত করতে চাই, চালকেরা যেন কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানির শিকার না হন।'

অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, নতুন নকশার এই রিকশাগুলো আগামী আগস্টের শুরু থেকেই রাস্তায় নামবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, 'এই উদ্যোগের আওতায় এক লাখ অটোরিকশা চালককে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।'

এসব রিকশার জন্য নির্ধারিত চার্জিং স্টেশন তৈরির কাজ চলছে। শুধু অনুমোদিত পয়েন্ট থেকেই যেন রিকশাগুলো চার্জ দেওয়া হয়, তা নিশ্চিত করা হবে বলেও জানান মোহাম্মদ এজাজ।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

46m ago