‘রাষ্ট্রপতির ক্ষমা’ আইনের মাধ্যমে, একমত সব দল

ঐকমত্য কমিশনের সদস্যরা। ছবি: সংগৃহীত

'ক্ষমা আইনের' মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত রাজনৈতিক দলগুলো। 

আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এ প্রস্তাবের পক্ষে একমত পোষণ করেছে বেশিরভাগ দল।

তবে ক্ষমা প্রর্দশনের জন্য অ্যাটর্নি জেনারেলকে প্রধান করে ৬ সদস্যের বোর্ডের প্রস্তাবে সব দল একমত হতে পারেনি। 

এ বিষয়ে দলগুলো বলছে, নির্বাচিত সংসদে এই আইনের কাঠামো ও বোর্ড সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিষয়টি নিয়ে প্রথমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এরপর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনসহ কয়েকজন নেতাও কথা বলেন। 

পরে আলোচনা শুরু হয় বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়ে। কমিশনের প্রস্তাব ছিল, রাজধানীর বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা। জামায়াত ও এনসিপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এতে একমত হয়।

জামায়াতের পক্ষ থেকে শুরুতে পুরোনো ৪টি বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের কথা বলা হয়। এনসিপি ৮ বিভাগেই স্থায়ী বেঞ্চের পক্ষে। 

তবে বিএনপি বলেছে, ঢাকার বাইরে বিভাগীয় স্থায়ী বেঞ্চ না করে, বছরে একবার বা দুবার অস্থায়ী বেঞ্চ স্থাপন করা যেতে পারে। 

যদিও, এ বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছায়নি দলগুলো।

 

Comments

The Daily Star  | English

US, Egypt, Qatar, Turkey sign Gaza declaration

'The document is going to spell out rules and regulations,' said Trump

5h ago