তিস্তা নিয়ে চীনের সঙ্গে চূড়ান্ত আলোচনা অক্টোবরের পর: উপদেষ্টা রিজওয়ানা

কুড়িগ্রামে তিস্তা নদীর বামতীরের কাজ পরিদর্শনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প চলতি বছরের মধ্যেই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রকল্পটি বাস্তবায়নের জন্য চীনের সঙ্গে জোরালো আলোচনা চলছে বলেও তিনি জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ এলাকায় তিস্তা নদীর বামতীরের কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, 'তিস্তা মহাপরিকল্পনা গ্রহণের আগে মাঠপর্যায়ে পাঁচটি বিষয়ে গণশুনানি করা হয়েছে। তিস্তাপাড়ের মানুষের মতামতের ভিত্তিতে একটি খসড়া প্রতিবেদন তৈরি করে তা জাতীয় পর্যায়ে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।'

তিনি আরও বলেন, 'চলতি বছরের অক্টোবরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার একটি পূর্ণাঙ্গ নকশা (ডিজাইন) পাওয়া যাবে। এরপর নির্ধারণ হবে প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় এবং চীনের সঙ্গে চূড়ান্ত আলোচনা সম্পন্ন করা হবে।'

তিস্তা নদীর আন্তর্জাতিক প্রেক্ষাপট প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 'তিস্তা নদীর প্রবাহ অনেকটাই নির্ভর করে উজানের দেশের ওপর। ২০১১ সালে একটি সমঝোতা হলেও এখনো তা চূড়ান্ত হয়নি। তবে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে। তিস্তা শুধু ভারতের নদী নয়—এটি আমাদেরও নদী। ভাটির দেশের জনগণ হিসেবে এ নদীর ওপর আমাদেরও ন্যায্য অধিকার রয়েছে। তাই নদী রক্ষায় আমাদেরকেই এগিয়ে আসতে হবে।'

'তিস্তাপাড়ের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছর বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে তিস্তার বাম ও ডানতীরে ৪৫ কিলোমিটার ঝুঁকিপূর্ণ অংশে পূর্ব সতর্কতামুলক কাজ করার জন্য। প্রায় ২০ কিলোমিটার অংশেকাজ হয়েছে এবং বাকি কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে,' যোগ করেন তিনি।

তিনি কাউনিয়া ও রংপুরের তিস্তার ডানতীরে পূর্ব সতর্কতামুলক কাজও পরিদর্শন করেন।   

এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুড়িগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, রাজারহাট ও উলিপুর উপজেলার তিস্তার বামতীর ২৪টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে ৩৬ কোটি টাকা ব্যয়ে পূর্ব সতর্কতামূলক প্রতিরক্ষা কাজ চলমান। প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুরো কাজ শেষ হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পাউবোর মহাপরিচালক এনায়েত উল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা,

পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ প্রমুখ।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago

Farewell

10h ago