শহীদ আবু সাঈদের স্বপ্নকে ধারণ করে এগিয়ে যেতে হবে: বেরোবি উপাচার্য

সকাল আটটায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ার করেন বেরোবি উপাচার্য। ছবি: দিলীপ রায়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, শহীদ আবু সাঈদের আদর্শ ও স্বপ্নকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এটিই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা।

আজ বুধবার সকাল আটটায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের সময় তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, 'শহীদ আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বুক উঁচিয়ে দাঁড়িয়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের ইতিহাসে বিরল। বেরোবির এই মেধাবী শিক্ষার্থী দেশের নতুন প্রজন্মের জন্য প্রতিবাদ, অধিকারবোধ এবং আত্মত্যাগের প্রতীক হয়ে উঠেছেন।'

তার আত্মদানের বীরত্বকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিক উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি।

তিনি বলেন, 'বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে আমাদের ছাত্র শহীদ আবু সাঈদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার বীরত্ব, তার আত্মত্যাগ শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব দেখেছে।'

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন—রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, শহীদের বাবা মকবুল হোসেন ও পরিবারের সদস্যরা এবং বেরোবির শিক্ষক-শিক্ষার্থীরা।

শহীদ আবু সাঈদের বাবা বলেন, 'আবু সাঈদ ছিল আমাদের পরিবারের ভরসা ও ভালোবাসার কেন্দ্র। তাকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। কিন্তু সে যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিল, আমরা চাই সেই বাংলাদেশে সমঅধিকার নিয়ে শান্তিতে বসবাস করতে।'

Comments

The Daily Star  | English

Ignore Gen Z at your peril, experts tell Nepal govt

Prominent personalities warn government and parties not to dismiss the demands of youths

1h ago