গুলিস্তানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের লাঠিচার্জ করে বের করে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: স্টার

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর গুলিস্তান এলাকায় পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে সচিবালয় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দেয়, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।

পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। লাঠিচার্জের মুখে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে পুরো এলাকা এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।

এর আগে, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এবং শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগসহ বেশকিছু দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 

একপর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন। সচিবালয়ের ভেতর থেকে শিক্ষার্থীদের বের করতে লাঠিচার্জ করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago