জুলাই মাসে রেমিট্যান্স বেড়েছে ৩০ শতাংশ

স্টার অনলাইন গ্রাফিক্স

প্রবাসী বাংলাদেশিরা চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দুই দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

আগের ২০২৪-২৫ অর্থবছরের একই মাসের তুলনায় এটি প্রায় ৩০ শতাংশ বেশি।

২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে এক দশমিক ৯১ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, 'অনাবাসী বাংলাদেশিরা (এনআরবি) যাতে দেশে অর্থ পাঠাতে উৎসাহিত হন, সে কারণে সরকার আইনি চ্যানেলকে আরও সহজ করেছে। যার ফলে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।'

ব্যবসায়ী সম্প্রদায়ের মতে, সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাওয়ার মূল কারণগুলো হলো সরকারি ও অনানুষ্ঠানিক বিনিময় হারের মধ্যে ব্যবধান কমিয়ে আনা, অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং গত বছরের আগস্টে রাজনৈতিক পট-পরিবর্তনের পর বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে দেশপ্রেমের নতুন অনুভূতি জেগে ওঠা।

 

Comments

The Daily Star  | English

Only one agreement under Indian line of credit cancelled: Foreign adviser

Touhid says several agreements mentioned in social media discussions 'don't even exist'

1h ago