নাশকতার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান রেলওয়ের

প্রতীকী ছবি

নাশকতার আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থেকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আজ সোমবার রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রুটে কয়েকটি ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এসব দুর্ঘটনায় প্রাথমিক সতর্কতা ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ফলে জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

প্রত্যেকটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদন সাপেক্ষে এসব দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

রেল কর্তৃপক্ষ আরও জানায়, সম্প্রতি কিছু ঘটনায় প্রতীয়মান হয় যে, রেলপথে দুর্ঘটনার জন্য রেল সংশ্লিষ্টদের বাইরে কতিপয় ব্যক্তি বা গোষ্ঠীর তৎপরতা রয়েছে যা নাশকতার পর্যায়ে পড়ে।

গত ৩ আগস্ট দিবাগত রাতে নাটোরের কাছে মাধনগরে রেল ট্র্যাকে শিকল পেঁচিয়ে তালা দিয়ে রাখা ছিল, যেন চলমান ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পতিত হয়। রেলওয়ের লোকাল কী-ম্যান এটা দেখে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেন। 

পরে শিকল অপসারণ করে ট্রেন চালনা করা হয়। বিষয়টি বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর উদ্দেশ্যে সুচিন্তিতভাবে করা হয়েছে বলে সংশ্লিষ্ট সবার ধারণা বলে জানিয়েছে রেলওয়ে। 

বিষয়টি গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে রেলওয়ে।

বিজ্ঞপ্তিতে রেল কর্তৃপক্ষ জানায়, এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কার্যকলাপ বাংলাদেশ রেলওয়ে কিংবা সরকারের একার পক্ষে নিয়ন্ত্রণ করা অত্যন্ত দুরুহ কাজ। এক্ষেত্রে পর্যাপ্ত জনসম্পৃক্ততা ও সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।

দেশের যে কোনো স্থানে রেললাইন ও এর আশপাশে সন্দেহজনক কিছু দেখা গেলে বা রেললাইনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে বা কোনো  দুর্ঘটনা ঘটতে পারে, এমন কিছু লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে তা রেল কর্তৃপক্ষ অথবা স্থানীয় প্রশাসনকে জানানোর অনুরোধ করেছে বাংলাদেশ রেলওয়ে।

এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে অথবা ৯৯৯ (টোল ফ্রি) নম্বরে ফোন করা যাবে। এসব ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

Comments

The Daily Star  | English

Hopes run high as DU goes to vote today

The much-anticipated Ducsu and hall union elections are set to be held today after a six-year pause, bringing renewed hope for campus democracy.

2h ago