৪৫ শতাংশ বাড়িভাড়ার দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ। ছবি: এমরান হোসেন

বেতনের সঙ্গে ৪৫ শতাংশ বাড়ি ভাড়াসহ কয়েকটি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছেন এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা।

এই কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে শিক্ষকেরা ঢাকায় এসেছেন। সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আন্দোলনে অংশ নিতে অনেকে গতকালই ঢাকার উদ্দেশে রওনা হন।

দাবি আদায়ে সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রা করার কথা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৯টা থেকে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। ঘণ্টাখানেকের মধ্যে প্রেসক্লাবের সামনের পুরো এলাকা পূর্ণ হয়ে যায়। এক পর্যায়ে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কুমিল্লা থেকে আসা মাদ্রাসাশিক্ষক মিজানুর রহমান বলেন, 'সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের মতোই আমরা পরিশ্রম করি, কিন্তু আমরা বৈষম্যের শিকার। আমরা বাড়ি ভাড়া বাবদ পাই মাত্র এক হাজার টাকা। অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকেরা পান মূল বেতনের ৪৫ শতাংশ।'

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই যুগে এক হাজার টাকায় কি বাড়ি ভাড়া পাওয়া সম্ভব? আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্যই ঢাকায় এসেছি।'

আন্দোলনকারীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারি চাকরিজীবীদের সমান চিকিৎসা ও উৎসব ভাতা এবং চাকরি জাতীয়করণ।

পুলিশ জানিয়েছে, সমাবেশস্থল, সচিবালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago