১ নভেম্বর থেকে ৭.৫ এবং ১ জুলাই থেকে ১৫ শতাংশ বাড়ি ভাড়া পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন। ফাইল ফটো/প্রবীর দাশ

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, সেটা আগামী অর্থবছর থেকে।

আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষকরা আগামী ১ নভেম্বর থেকে মূল বেতনের সাড়ে ৭ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) এবং ১ জুলাই থেকে ১৫ শতাংশ বাড়ি ভাড়া পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষকদের দাবি অনুযায়ী শতাংশ হারে এই ভাতা নিশ্চিত করতে পেরে একজন শিক্ষক হিসেবে শিক্ষা উপদেষ্টা নিজেকে 'সৌভাগ্যবান' মনে করেন।

এতে বলা হয়, শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয় নিরলসভাবে বিভিন্ন মন্ত্রণালয়, উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টার সঙ্গে কাজ করে গেছেন, যাতে শিক্ষকদের দাবি শোনা হয়, বোঝা হয়।

ভাতা বৃদ্ধি বিষয়ক অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, 'সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা' ১ নভেম্বর থেকে মূল বেতনের সাড়ে ৭ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও সাড়ে ৭ শতাংশ, অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।

এর জন্য কয়েকটি শর্ত দিয়েছে মন্ত্রণালয়। সেগুলো হলে, পরবর্তী বেতনস্কেলে এই অতিরিক্ত সুবিধা সমন্বয় করতে হবে; ঘোষিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন/আদেশ/পরিপত্র/নীতিমালা মেনে নিয়োগের শর্ত পালন করতে হবে; এই বাড়ি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক বা কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না; ভাতা দেওয়ার ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান পালন করতে হবে এবং এ ভাতা সংক্রান্ত ব্যয়ে কোনো অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকবেন।'

Comments