এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া করা হলো ৫ শতাংশ

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য নতুন বাড়ি ভাড়া ভাতা কাঠামো অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। আগামী ১ নভেম্বর থেকে এটি কার্যকর হবে।
আজ রোববার জারি করা এ বিষয়ক চিঠি থেকে জানা যায়, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (নূন্যতম ২ হাজার টাকা) নির্ধারণ করা হয়েছে।
শিক্ষকদের দাবি ছিল বাড়ি ভাড়া তাদের মূল বেতনের ২০ শতাংশ নির্ধারণ করা। কিন্তু এই দাবির পরিপ্রেক্ষিতে ৫ শতাংশ বাড়ি ভাড়া করার বিষয়ে বিদ্যমান বাজেটগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছে মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের এই নির্দেশনায় কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে—এই বাড়ি ভাড়া পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে; বর্ধিত এই বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে কোনো বকেয়া পরিশোধ করা হবে না।
মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, এই অর্থ বিতরণে কোনো অনিয়মের জন্য বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে দায়ী করা হবে।
Comments