সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বৈঠক চলছে

রাজধানীতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল ১১টার দিকে ১৫ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। সেখানে অন্য মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত আছেন।
তিনি আরও বলেন, 'আজকের আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান হবে বলে আমরা আশাবাদী।'
এদিকে আজ অন্তত পাঁচজন অনশনরত শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
সারা দেশের কয়েক হাজার শিক্ষক বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন, যার মধ্যে একটি হলো, বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশে উন্নীত করা।
গত ১২ অক্টোবর সারাদেশের এমপিওভুক্ত শিক্ষকরা নিজেদের দাবি আদায়ের জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন। সেখানে পুলিশ জলকামান, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন, সেখানে তারা পুলিশের আচরণের প্রতিবাদ জানান এবং পরের দিন থেকে দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দেন।
চলমান আন্দোলনের সময় শিক্ষকরা শাহবাগ মোড় অবরোধ করেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন।
এরপর ১৭ অক্টোবর থেকে তারা অনশন কর্মসূচি শুরু করেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন চলবে।
Comments