কালো পতাকা মিছিল করলেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা

তিন দফা দাবিতে সপ্তম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দুপুরে কালো পতাকা মিছিল করেন তারা।
তিন দফা দাবি হলো— শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, এক হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।
দুপুর ১২টার পর শহীদ মিনার থেকে একটি কালো পতাকা মিছিল নিয়ে প্রেস ক্লাব-সংলগ্ন কদম ফোয়ারার মোড়ে রাস্তা আটকে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষকেরা। সেখানে তাদের সঙ্গে একাত্মতা জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
শিক্ষা উপদেষ্টাকে আজকের মধ্যে শিক্ষকদের সব দাবি-দাওয়া মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের সঙ্গে থাকবে গণ অধিকার পরিষদ।
এদিকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী তার বক্তব্যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে প্রত্যাহার করার দাবি জানান।
আজিজী দ্য ডেইলি স্টারকে বলেন, 'উনি (শিক্ষা উপদেষ্টা) শিক্ষকদের সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচন পিছিয়ে দিয়ে দীর্ঘ সময় মসনদে থাকার পরিকল্পনা করছেন বলে আমরা সন্দেহ করছি।'
তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনের ৮০ শতাংশ দায়িত্ব পালন করে থাকেন শিক্ষকেরা।
গণ অধিকার পরিষদের মতো অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আপনারা আমাদের দাবিগুলো আদায়ে সহযোগিতা করুন, আমরা আপনাদের নির্বাচন সুষ্ঠুভাবে (আয়োজন) করায় পাশে থাকব।'
গত রোববার তিন দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু হয়। তবে পুলিশ বাধা দিলে শিক্ষক–কর্মচারীরা সেদিন দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নেন। শুক্রবার থেকে শহীদ মিনারে আমরণ অনশন করছেন আন্দোলনকারী কিছু শিক্ষক।
Comments