সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন

বিভুরঞ্জন সরকার। ছবি: সংগৃহীত

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

তার শরীরের ভেতরে ও বাইরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানিয়েছেন ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক শেখ মো. এহসান।

বিভুরঞ্জন সরকারের ছোট ভাই চিররঞ্জন সরকার দ্য ডেইলি স্টারকে জানান, 'আমরা ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করব। মুন্সীগঞ্জের এখানে যত নিয়মকানুন আছে সেটা সম্পন্ন করে মরদেহ ঢাকায় নিয়ে যাব। প্রথমে মরদেহ তার সিদ্ধেশ্বরীর বাসায় কিছু সময় রাখা হবে। তারপরে সবুজবাগের বরেদেশ্বরী কালীমন্দিরে সৎকার করা হবে।'

আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, 'আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। পরিবারের সবার সঙ্গে বসে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান ডেইলি স্টারকে বলেন, 'স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এরপরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকায় জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বেরোনোর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার নিখোঁজ হওয়ার কথা জানিয়ে সেদিন রাতে রমনা থানায় জিডি করে তার পরিবার।

শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

3h ago