দেশে ভোটার এখন ১২ কোটি ৬৩ লাখ

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: স্টার

দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ আজ রোববার এ তথ্য জানিয়েছেন।

আজ রোববার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

ইসি সচিব জানান, এর আগে চলতি বছরের ২ মার্চ পর্যন্ত দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর গত ২৫ জুন পর্যন্ত খসড়া ভোটার তালিকায় নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছিলেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন এবং মৃত্যুজনিত কারণে তালিকা থেকে বাদ পড়েন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। এর পর থেকে আজ ৩১ আগস্ট পর্যন্ত মাঠপর্যায়ে আরও ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন ভোটার যুক্ত হয়েছেন এবং ১ হাজার ৩৮ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪০ লাখ ৪ হাজার ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

ইসি সচিব আরও জানান, আগামী ৩১ অক্টোবরের মধ্যে আরেকটি হালনাগাদ তালিকা প্রস্তুত করা হবে, যেখানে ওই সময়ের মধ্যে ১৮ বছর পূর্ণ করা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, 'আমরা ৩১ অক্টোবর আরেকটি তালিকা প্রকাশ করব এবং তার ওপর ভিত্তি করে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে।'

প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে ভোট দিতে পারেন, সে জন্য বিশেষ কোনো ব্যবস্থা থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, 'আমরা যথাসম্ভব সংবেদনশীলতার মধ্যে তাদের বিষয়টি দেখব।'

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago