অন্তর্বর্তী সরকার পথ কি হারিয়েছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের

বাংলাদেশ রিফর্ম ওয়াচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: মো. আব্বাস

বাংলাদেশে এখন এক ভয়াবহ ঝড় বয়ে যাচ্ছে—এই ঝড় অর্থনীতি, রাজনীতি, সাংস্কৃতিক ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুভূত হচ্ছে, বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, 'ঝড় যখন আসে মানুষ তখন তার সবচেয়ে বড় সম্পদগুলোকে রক্ষা করার চেষ্টা করে। আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হলো জুলাই অভ্যুত্থানের ভেতর দিয়ে পাওয়া বৈষম্যবিরোধী চেতনা এবং সেই চেতনাকে বাস্তবায়নের প্রত্যাশা।'

আজ সোমবার সকালে ঢাকায় একটি হোটেলে আয়োজিত নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নতুন সংগঠন 'বাংলাদেশ রিফর্ম ওয়াচ' এর আনুষ্ঠানিক সূচনা হয়। এটি আয়োজন করে সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজিস বাংলাদেশ।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন,'"আগামী দিনে সবচেয়ে বড় কাজ হবে বৈষম্যবিরোধী এই চেতনাকে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র, সমাজ ও রাজনীতিতে প্রতিষ্ঠা করা।'

তিনি প্রশ্ন তোলেন, সরকারের সংস্কার প্রক্রিয়া কেন অগ্রসর হতে পারছে না। তার ভাষায়, 'সরকারের পক্ষ থেকে যে কমিটি, কমিশন করা হলো, সেখানে প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু ও অসুবিধাগ্রস্ত মানুষের প্রতিনিধিত্ব যথাযথভাবে ছিল না। শেষ পর্যন্ত দেখা গেল কেবল রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয়নি। ফলে সরকারের তৈরি কমিটি ও কমিশনের সংস্কার প্রস্তাব কোথাও গিয়ে আর অগ্রসর হতে পারল না।'

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'এটা কি তাদের আকাঙ্ক্ষার অভাব? এটা কি তাদের যোগ্যতার অভাব? এটা কি তাদের সক্ষমতার অভাব? নাকি এর ভেতরে আরও বড় কোনো স্বার্থের সংঘাত লুকিয়ে আছে—এই প্রশ্ন এখন সামনে এসেছে।'

অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, 'কোথাও কোথাও মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার পথ হারিয়ে ফেলেছে। রাজনীতির নানা ঘটনা ও নির্বাচনের প্রস্তুতি আমাদের সে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে।'

তবে জনগণের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে দেবপ্রিয় বলেন, 'সরকার আসে সরকার যায়, জনগণ থাকে, দেশ থাকে। কারিগরি সমাধান অনেকে দিতে পারেন, কিন্তু বাস্তবায়নের জন্য নাগরিকদের জবাবদিহির চাহিদা অপরিহার্য। নাগরিকের কণ্ঠস্বর, রাজনীতির কণ্ঠস্বর ও সামাজিক আন্দোলনের কণ্ঠস্বর একত্রিত না হলে অন্যদের দোষ দিয়েও পার পাওয়া যাবে না।'

Comments

The Daily Star  | English
World Bank maps ‘trident-shaped’ growth corridor in Bangladesh

World Bank maps ‘trident-shaped’ growth corridor in Bangladesh

Dhaka, Chattogram and Rangpur drive jobs and output, as WB warns of regional disparity and policy mismatch

12h ago