সংসদীয় আসন পুনর্বিবেচনায় ইসিতে জেলা প্রশাসকের চিঠি, ‘ফ্যাসিস্ট’ ধরতে চান ডিআইজি

সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ চলছে। এতে করে গত কয়েকদিন ধরে যান চলাচল ব্যাহত হয়। আজ সকালে ঢাকা-খুলনা মহাসড়কের হামিদী ইউনিয়নের মনসুরাবাদ এলাকা থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে গত কয়েকদিন ধরেই আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে জেলা প্রশাসক বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ে।

অন্যদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি গতকাল ভাঙ্গা সফরে গিয়ে জানিয়েছেন, তিনি 'ফ্যাসিস্টদের' ধরতে চান।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সই করা চিঠিতে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর-২ এবং ফরিদপুর-৪ এর সংসদীয় সীমানা পুনঃনির্ধারণ করা হয়। সেখানে ফরিদপুর-৪ সংসদীয় আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তালিকা প্রকাশিত হওয়ার পরপরই এর প্রতিবাদে ভাঙ্গা উপজেলার মানুষ মহাসড়ক ও রেলপথ অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন। এতে করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। গতকাল বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশের কার্যালয় ও সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সড়ক ও রেলপথ অবরোধ করে রাখায় দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে মানুষের ভোগান্তি বাড়ে।

চিঠিতে আরও বলা হয়, সংসদীয় আসন পুনঃনির্ধারণের বিষয়টি দুইটি সংসদীয় আসনের জনগণ মেনে নিতে পারেনি। এ পরিপ্রেক্ষিতে সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিষয়টি পুনর্বিবেচনা করা না হলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতির আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় তিনি আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত করে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। 

ডিআইজির হুঁশিয়ারি

আন্দোলনকারীদের হামলায় ভাঙ্গা উপজেলা পরিষদ, ইউএনও অফিসসহ অন্তত ২০টি অফিস ও দুটি থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি প্রথমে ভাঙ্গা থানায় আসেন, পরে বিভিন্ন অফিস পরিদর্শন করেন।

ভাঙ্গা পরিদর্শন শেষে গত রাত ১২টার দিকে ঢাকায় ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যারা ফ্যাসিস্ট, তাদের আমরা অবশ্যই আইনের আওতায় আনব। ইতোমধ্যে আমি তাদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছি।'

তিনি আরও বলেন, 'এখানকার যারা নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের নির্দেশ দিয়েছি আইনশৃঙ্খলা রক্ষার জন্য যা যা করার সবকিছুর বিষয়ে ব্যবস্থা নেওয়ার।'

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, জেলা পুলিশ সুপার এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

ভাঙ্গায় হাইওয়ে পুলিশের কার্যক্রম স্থবির

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, 'আমাদের কোনো টিম সড়কে নেই। আমাদের একটি অ্যাম্বুলেন্স, তিনটি গাড়ি ও সার্জেন্টদের ব্যবহারের সমস্ত মোটরসাইকেল ভেঙে দেওয়া হয়েছে। বর্তমানে রাস্তায় টহল দেওয়ার মতো আমাদের কোনো ভেহিকল সাপোর্ট না থাকায় থানার কার্যক্রম স্থবির অবস্থায় রয়েছে।

যানবাহন চলাচল করছে

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, সকাল ৮টা পর্যন্ত কোনো অবরোধকারীকে মহাসড়কে দেখা যায়নি, ফলে ভাঙ্গার উপর দিয়ে যাওয়া ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল করছে। তবে বেলা বাড়ার সাথে অবরোধকারীরা রাস্তায় নেমে পড়ে কিনা সে বিষয়ে শঙ্কা রয়েছে।

Comments

The Daily Star  | English

15 military officers held in army custody taken to ICT amid tight security

The tribunal is set to review the progress of two cases of enforced disappearance

17m ago