মহাসড়ক অবরোধ প্রতিরোধ করা হবে: ফরিদপুর জেলা প্রশাসক

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেছেন, ভাঙ্গার সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আন্দোলনে মহাসড়ক অবরোধ করা যাবে না। অবরোধ করার উদ্যোগ নেওয়া হলে তা প্রতিহত করা হবে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ভাঙা গোলচত্বর এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।
জেলা প্রশাসক আরও বলেন, সংসদীয় আসনের বিষয়ে ইতোমধ্যে উচ্চতর আদালতে রিট হয়েছে এবং আগামী ২১ সেপ্টেম্বর ওই রিটের শুনানির দিন ধার্য করা হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশা করছি ওই দিন ভালো কিছু পাব।
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী আমরা একটা প্রতিবেদন পাঠিয়েছি গতকাল। প্রতিবেদনে সংসদীয় আসন পুনর্বহালের দাবিকে 'ভাঙ্গাবাসীর প্রাণের দাবি' উল্লেখ করে সংসদীয় আসন অপরিবর্তিত রাখার জন্য সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।
জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, 'তবে এ দাবিতে ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা যাবে না । অবরোধ করার উদ্যোগ নিলে আমরা তা প্রতিহত করব।
জেলা প্রশাসক বলেন, গতকাল ভাঙ্গায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা ছিল নাশকতামূলক কর্মকাণ্ড। এ ব্যাপারে কাজ করছে পুলিশ । পুলিশ নাশকতাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, 'আজ সকাল থেকে ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কের সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে। কোন জায়গা থেকে অবরোধের কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি।'
Comments