কিশোরগঞ্জে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠকে পুলিশের বাধা

প্রশাসনের পূর্বানুমতি না নেওয়ায় কিশোরগঞ্জে হেযবুত তওহীদের একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ। 'রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা: তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা' শিরোনামে আজ সোমবার বেলা ১১টায় শহরের একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠান আয়োজনের কয়েক দিন আগে থেকেই জেলায় কর্মরত সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে গোলটেবিল বৈঠক শুরু হওয়ার মিনিট ১৫-এর মধ্যেই কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়। প্রশাসনের অনুমতি না নেওয়ার কারণ দেখিয়ে আয়োজকদের অনুষ্ঠানটি বন্ধ করতে বলে পুলিশ। এ সময় আয়োজকেরা উপস্থিত অতিথিদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য পুলিশের কাছে কিছু সময় চাইলেও পুলিশ তাৎক্ষণিকভাবে সভা বন্ধের নির্দেশ দেয়। পরে সংগঠনের পক্ষ থেকে প্রচারপত্র বিতরণ করে অতিথিদের বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল আলম। তিনি বলেন, 'বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র গঠনে বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। আমরাও আমাদের প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কাছে জমা দিয়েছি। এই প্রস্তাবনা নিয়েই আমরা সারা দেশে আলোচনা সভা করছি। জাতীয় প্রেসক্লাবেও অনুষ্ঠান করেছি, কোথাও কোনো বাধা দেওয়া হয়নি। কিন্তু কিশোরগঞ্জে আমাদের অনুষ্ঠান বন্ধ করে দেওয়াটা খুবই দুঃখজনক।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি সোহানুর রহমান হিমসেল। এ ছাড়া ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা ও ঢাকা দক্ষিণ শাখার সভাপতি তসলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, 'অনুষ্ঠানটি করার জন্য হেযবুত তওহীদের পক্ষ থেকে প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। অনুমতি ছাড়া সভা করা উচিত হয়নি। এ কারণেই তাদের অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।'
Comments