এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না: ইসি সচিব

ছবি: স্টার

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তাদের কাঙ্ক্ষিত শাপলা প্রতীক দিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। ইসির সংরক্ষিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দলটি এ প্রতীক পাবে না বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। দলটিকে সংরক্ষিত তালিকা থেকে বিকল্প একটি প্রতীক বেছে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এ কথা বলেন। তিনি বলেন, 'এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ আমাদের ১১৫টি প্রতীকের যে শিডিউলটা আছে, সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে সংরক্ষিত প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। প্রতীকের তালিকায় যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগ কোথায়?'

ইসি সচিব আরও বলেন, 'এখন ওনাদেরকেই (এনসিপি) বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। দুই পক্ষের সম্মতিতে বিষয়টি নিষ্পত্তি হবে।'

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এ সংলাপ শুরু হবে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, জনসম্পৃক্ততার অংশ হিসেবে আমরা বিভিন্ন স্টেকহোল্ডারদের (অংশীজন) সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা শুরু করব। তিনি জানান, সংলাপে পর্যায়ক্রমে নাগরিক সমাজ, শিক্ষাবিদ, নারীনেত্রী, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ এবং জুলাই যোদ্ধারা অংশ নেবেন।

আখতার আহমেদ আরও জানান, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং প্রতীকের সংরক্ষিত তালিকা আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে ইসিতে ফেরত এসেছে। তবে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনের প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে অপেক্ষমাণ আছে। নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের নির্বাচনী প্রস্তুতি পর্যায়ক্রমে চলবে এবং একটি ভালো নির্বাচনে পৌঁছানো পর্যন্ত আমরা যোগাযোগ অব্যাহত রাখব।'

Comments

The Daily Star  | English

House rent allowance for MPO teachers raised to 15%, effective in two phases

7.5% house rent allowance from Nov 1, rising to 15% from July 1 next year

46m ago