ড. ইউনূসের সঙ্গে শেহবাজ শরিফের সাক্ষাৎ, পাকিস্তান সফরের আমন্ত্রণ

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে শেহবাজ শরিফের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হয়।

দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম, পাকিস্তানে সাম্প্রতিক বন্যা এবং বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় শেহবাজ শরিফ প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে অধ্যাপক ইউনূস পাকিস্তানে বন্যায় সহস্রাধিক মানুষের মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জলবায়ু পরিবর্তনকে এ ধরনের দুর্যোগের জন্য দায়ী করেন।

প্রধান উপদেষ্টা শেহবাজ শরিফকে জানান, বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা প্রকাশ করে তিনি বলেন, ১১টি জাতীয় কমিশনের প্রস্তাবিত রাজনৈতিক সংস্কারগুলো দেশে অর্থবহ রাজনৈতিক পরিবর্তন আনবে। তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দলগুলো শিগগিরই 'জুলাই সনদে' স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে।

অধ্যাপক ইউনূস বলেন, 'বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারের উত্থান না ঘটে, সেই লক্ষ্যেই এই সংস্কারগুলো করা হচ্ছে।'

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) নিষ্ক্রিয়তার পরিপ্রেক্ষিতে দুই নেতা আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বিকল্প উপায় নিয়েও আলোচনা করেন।

বৈঠকের শেষে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই প্রধান উপদেষ্টা ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজিবিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago