‘লাইফ সাপোর্টে’ শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম

সৈয়দ মনজুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

শিক্ষাবিদ, কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আজ রোববার সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

অধ্যাপক মনজুরুলের সহকর্মী অধ্যাপক ফখরুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'অধ্যাপক মনজুরুলের অবস্থা ভালো না। তাকে সন্ধ্যা ৬টায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।'

'তার হার্টের সমস্যা ছাড়াও কিডনিসহ অন্যান্য কিছু জটিলতা থাকায় দুপুরে মেডিকেল বোর্ড তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে,' বলেন তিনি।

এদিকে, 'অন্যপ্রকাশের' প্রধান নির্বাহী মাজহারুল ইসলামও আজ সন্ধ্যায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে দেখতে যান।

অধ্যাপক মনজুরুল হৃদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার এ হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসকের বরাতে মাজহারুল ইসলাম বলেন, 'অধ্যাপক মনজুরুলকে সন্ধ্যা ৬টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি এখন "ক্রিটিক্যাল" অবস্থায় আছেন।'

শুক্রবার সকালে হার্ট অ্যাটাকের পর সৈয়দ মনজুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অস্ত্রোপচার করে গতকাল শনিবার তার হার্টে দুটি রিং পরানো হয়।

সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৫১ সালের ১৮ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে 'ইয়েটসের কবিতায় ইমানুয়েল সুইডেনবার্গের দর্শনের প্রভাব' বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

পেশাগত জীবনে সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

Comments

The Daily Star  | English

One killed in crude bomb blast during clash at Mohammadpur Geneva Camp

Several crude bombs exploded during the clash around 3:30am, police say

56m ago