চলে গেলেন শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম

সৈয়দ মনজুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ইমেরিটাস অধ্যাপক, সাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

তিনি জানান, একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন সৈয়দ মনজুরুল ইসলাম। বিকেল ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মাজহারুল ইসলাম আরও জানান, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল শনিবার সকাল ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

গত ৩ অক্টোবর সকালে অধ্যাপক মনজুরুল ইসলামকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগ থেকে পরীক্ষা করে চিকিৎসক জানান, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। শনিবার অস্ত্রোপচার করে দুইটা রিং পরানো হয়। পরদিন শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় প্রায় ৪৮ ঘণ্টা পর তাকে লাইফ সাপোর্ট থেকে বের করে আনা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সবশেষ আজ বিকেল ৫টায় তাকে মৃত ঘোষণা করা হলো।

সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৫১ সালের ১৮ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে 'ইয়েটসের কবিতায় ইমানুয়েল সুইডেনবার্গের দর্শনের প্রভাব' বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

পেশাগত জীবনে সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি সাহিত্যিক, অনুবাদক ও প্রাবন্ধিক হিসেবেও পরিচিত।

Comments

The Daily Star  | English
foreign travel rules for government officials Bangladesh

Advisers, secretaries flouting foreign travel rules

CA upset over repeated violations; officials urged to follow directives ahead of election

1h ago