আবারও লাইফসাপোর্টে শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম

সৈয়দ মনজুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ইমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও লাইফসাপোর্টে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

তিনি জানান, স্যারের অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা চেষ্টা করছেন।

'পরিবারের পক্ষ থেকে শুভানুধ্যায়ীদের কাছে হাসপাতালে ভিড় না করে স্যারের জন্য প্রার্থনা ও মঙ্গল কামনার অনুরোধ জানানো হয়েছে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

6h ago