আবারও লাইফসাপোর্টে শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম

ইমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও লাইফসাপোর্টে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।
তিনি জানান, স্যারের অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা চেষ্টা করছেন।
'পরিবারের পক্ষ থেকে শুভানুধ্যায়ীদের কাছে হাসপাতালে ভিড় না করে স্যারের জন্য প্রার্থনা ও মঙ্গল কামনার অনুরোধ জানানো হয়েছে,' বলেন তিনি।
Comments