আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, আরও হতে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শুক্রবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে মাসব্যাপী বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবরদানে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি আবারও অবনতির দিকে যাচ্ছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, এটার আরও উন্নতি হতে থাকবে।'
'গত ১৫ বছরেও আমরা দেখি নাই, এই যে শারদীয় দুর্গাপূজা গেল, সেখানে দাড়ি দেখলাম আমরা অসুরের এবং পরিকল্পিত ডাকাতির ঘটনাগুলো ঘটলো'—একজন গণমাধ্যমকর্মী এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, 'প্রায় ৭০০ এর উপরে যারা এই যে দাড়ি লাগিয়েছে, অলরেডি আমরা জিডি করেছি এবং তাদের আইনের আওতায় আনার জন্য কেস করা হচ্ছে। যারা এই অপকর্মটা করেছে তাদের আমরা খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসব।'
'আপনারা জানেন যে, এখানে কিছু কিছু ফ্যাসিস্ট আছে এবং ফ্যাসিস্টের সঙ্গে সো কলড ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়ালও আছে। তারাও কিন্তু এটাকে ইন্ধন দেয়। এরা যেন এই ইন্ধনটা না দিতে পারে এ জন্য আপনাদের সবাইকে আমাদের সহযোগিতা করতে হবে। হিন্দু ধর্মের যে ধর্মগুরু এবং তাদের বিভিন্ন নেতাদেরও এটা বলা হয়েছে, তারাও এ জন্য দুঃখ প্রকাশ করেছে। যারা এই অপকর্মটা করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না,' যোগ করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছে—আসলে বিষয়টা কী, প্রশ্নের জবাবে জাহাঙ্গীর বলেন, 'আপনি আপনার প্রশ্ন করতে পারেন। যার যার প্রশ্ন সে করতে পারে।'
Comments