আলীকদম সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমারের নাগরিক নিহত, বাংলাদেশি আহত

বান্দরবানের আলীকদম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে মিয়ানমারের এক নাগরিক নিহত হয়েছেন। একই ঘটনায় এক বাংলাদেশি আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার কুরুকপাতা ইউনিয়নে পোয়ামুহুরি সীমান্তে শূন্যরেখার কাছে এ বিস্ফোরণ ঘটে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির কক্সবাজার রামু ব্যাটালিয়ন এ তথ্য জানিয়েছে।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাজতাবা উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, 'মঙ্গলবার সকাল ১০টার দিকে রামু ব্যাটালিয়নের অধীনে ৫৫ নম্বর সীমান্ত পিলার থেকে পশ্চিমে মিয়ানমারে ভেতরে হটাওমগপাড়ায় এলাকায় মাইন বিস্ফোরণ ঘটে। এ সময় জুমখেত দেখতে যাওয়ার সময় মেনথাং নামে মিয়ানমারের এক নাগরিক নিহত এবং মেনসার ম্রো নামে এক বাংলাদেশি আহত হয়।'
বিস্ফোরণে মিয়ানমারের নাগরিক মেনথাং ঘটনাস্থলেই নিহত হন।
আহত আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের গর্জনপাড়ার বাসিন্দা মেনসার ম্রোকে উদ্ধার করে গ্রামে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় বিজিবি।
Comments