জুলাই সনদ স্বাক্ষর বর্বরতা থেকে সভ্যতায় আসার প্রমাণ: প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

জুলাই সনদ স্বাক্ষরের 'ঐতিহাসিক' ঘটনাকে 'বর্বরতা থেকে সভ্যতায় আসার প্রমাণ' বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, 'এখন কাজে প্রমাণ করতে হবে যে, আমরা সেই সভ্যতা অর্জন করেছি।'

আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, 'আমরা নির্বাচনের কথা বলেছি। যে সুর আজকে আমরা বাজালাম, সেই সুর নিয়ে আমরা নির্বাচনে যাব। ঐক্যের সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐকমত্যে আমরা যেমন সনদ করলাম, নির্বাচনের ব্যাপারেও রাজনীতি বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন, কীভাবে নির্বাচন করবেন। যেমন-তেমন করে নির্বাচন করলে তো আবার পুরোনো জায়গায় ফিরে যাওয়া—এত কিছু করে লাভ কী হলো! এ কথা লিখে আমার লাভ কী হলো? কথা লিখলাম, কথা মানলাম না। কাজের মধ্যে দিয়ে মানলাম না।'

রাজনীতিবিদদের বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'নিজেরা বসুন, নির্বাচনটা কীভাবে সুন্দরভাবে করবে, উৎসবমুখরভাবে করবেন, ইতিহাসে স্মরণীয় করে করবেন যে, সনদ তৈরি করেছে যারা, তাদের হাতে নির্বাচন সৃষ্টি হয়েছে। পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে সেখানে! নিজেদের নির্বাচন নিজেরা করব আমরা। কারও এসে আমাদের সোজা করতে হবে না। আমাদের দেখিয়ে দিতে হবে না, ধাক্কাধাক্কি করতে হবে না। আমরা কি জানি না, না কি কীভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হয়? সেটা যেন একটা উদাহরণ হয়। সেটা জাতির জন্য উদাহরণ, বিশ্বের জন্য উদাহরণ হিসেবে সে নির্বাচন আমরা করতে চাই। আমরা ইনশাআল্লাহ পারবো। আজকে সেই চিহ্ন আমরা এখানে রেখে গেলাম। এই চিহ্ন ধরে আমরা পথে অগ্রসর হবো।'

অধ্যাপক ইউনূস বলেন, 'ঐকমত্যের মাধ্যমে যে কঠিন কঠিন কাজ সমাধান করা যায়, আমরা যে বর্বরতা থেকে সভ্যতায় এসেছি তার প্রমাণ রাখা যায়। এখন তো কাগজে আমরা প্রমাণ করলাম, সেই সভ্যতা আমরা নিয়ে আসলাম। এখন কাজে প্রমাণ করতে হবে যে, আমরা সেই সভ্যতা অর্জন করেছি। রাজনৈতিক নেতারা আমাদের সে পথ দেখিয়েছেন।'

তিনি আরও বলেন, 'এমনভাবে নির্বাচন করব, দুনিয়ার কেউ এসে বলতে পারবে না এখানে খুঁত হয়েছে, এখানে গোলমাল হয়েছে—এ কথা যেন বলতে না পারে। বাইরের লোক এসে কেন আমাদের বলবে তোমরা এটা ঠিক করোনি, ওটা ঠিক করোনি। আমরা কী জাতি হলাম যে বাইরের কথার জন্য আমাদের অপেক্ষা করতে হবে!'

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

23h ago