জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না: নাহিদ ইসলাম

টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শুক্রবার বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এমন মন্তব্য করেন।

নাহিদ বলেন, 'আমরা চাই আগামীর সংসদ ও সংস্কার পরিষদ সভায় তরুণ, শিক্ষক, আলেম, নারী, সংখ্যালঘু ও সমাজের পেশাজীবী সবাই মিলে জুলাই সনদ বাস্তবায়ন করব।'

তিনি বলেন, 'তার আগে অবশ্যই আমাদের এখনকার দাবি গণভোট হতে হবে এবং আমরা বলেছি জুলাই সনদের অর্ডার ড. মোহাম্মদ ইউনূসকে দিতে হবে গণঅভ্যুত্থানের জায়গা থেকে।'

'জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না। যতটুকু ঐকমত্য হয়েছে সেটা আছে, আর জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলোই বাস্তবায়িত হবে,' বলেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, 'সবকিছু বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ে জুলাই সনদের আইন ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব  এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।'

ইউনিভার্সিটি টিচার্স ফোরামের সফলতা কামনা করে নাহিদ ইসলাম বলেন, 'জাতীয় নাগরিক পার্টি সর্বাত্মকভাবে তাদের সহযোগিতা করবে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সব শিক্ষকদের অধিকার আদায়ের পাশে থাকবে।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago