অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়কের ভূমিকায় চায় বিএনপি: আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিএনপির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার চাওয়া হয়নি, তারা অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়কের ভূমিকায় দেখতে চায়।
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইন উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টা বিএনপিকে নিরপেক্ষ ভূমিকা পালনের বিষয়ে আশ্বস্ত করেছেন।
'এখন থেকে প্রশাসন বা অন্য কোনো জায়গায় বড় বড় বদলির ব্যাপারটা উনি (প্রধান উপদেষ্টা) নিজে দেখবেন', যোগ করেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো একে-অন্যের সঙ্গে ঐক্যের সমস্যা থাকলে মাঠে বিভিন্ন ধরনের কথা হয়। আশা করি, 'জুলাই সনদ' বাস্তবায়নে কার্যকর অগ্রগতি হলে এসব সংশয় খুব দ্রুত কেটে যাবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা সদস্যদের উপস্থিত করার বিষয়টিতে সন্তুষ্টি প্রকাশ করে আসিফ নজরুল বলেন, বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যদের যেভাবে আনা হয়েছে, তা অত্যন্ত প্রশংসার দাবিদার।
তিনি বলেন, সেনাবাহিনীর প্রধান যেভাবে সহযোগিতা করেছেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। তারা আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, সেটা আমরা খুবই ইতিবাচকভাবে দেখছি।
উপদেষ্টা আরও বলেন, আসামিদের কোথায় রাখা হবে, সেই এখতিয়ার আইন মন্ত্রণালয়ের নেই। তাদের কোথায় রাখা হবে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়।
Comments